রাঙামাটিতে দুদিন ব্যাপী জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

Published: 11 Mar 2016   Friday   

শুক্রবার রাঙামাটিতে  দুদিন ব্যাপী জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু  হয়েছে।

 

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিট এর আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের অধীনে স্টাফ এবং প্যানেল আইনজীবীদের নিয়ে দুইদিন ব্যাপী “জেন্ডার সংবেদনশীলতা”শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিােরজা বেগম চিনু । এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতীপ রায় পাম্পু. জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, সিনিয়র এ্যাডভোকেট দুলাল কান্তি সরকার, মো: মোস্তফা জামিল, কর্মসূচী পরিচালক ব্লাস্ট প্রধান কার্যালয়ের এ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্লাষ্টের  প্রধান কার্যালয়ের ট্রেনিং সেল কনসালটেন্ট এ্যাডভোকেট ওয়াহিদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন  ব্লাষ্টের রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান।

 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন,নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকার ব্যপক কাজ করে যাচ্ছে। অগ্রসর সমাজের জন্য জেন্ডার সমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সমাজে নারীদের উন্নয়ন ও সমতা আনয়নে ব্লাস্ট যে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

 

এ্যাডভোকেট প্রতীম রায় বলেন, বৈষম্য দূরীভুত করতে গেলে সমাজে অনগ্রসর অংশকে বাদ দিয়ে করা যায় না। তাই নারীর ক্ষমতায়নকে ইতিবাচক ও সমদৃষ্টিতে দেখতে হবে। 

 

দুইদিনের প্রশিক্ষণে প্রথম দিনে বিজ্ঞ প্যানেল আইনজীবীগণদের সাথে অধিকার, মৌলিক অধিকার ও মানবাধিকার এর সংজ্ঞা, পার্থক্য, বৈশিষ্ট্য, সামাজিকীকরণ প্রক্রিয়া, সেক্স এবং জেন্ডারের ধারণাগত স¦চ্ছতা এবং বিশ্লেয়ণ, জেন্ডার শ্রম বিভাজন বিষয়ে মতবিনিময়  করা হয় এবং বিভিন্ন ভিডিও,পাওয়ারপয়েন্ট উপস্থাপন, গ্রুপভিত্তিক বিভিন্ন কাজ এবং অংশগ্রহণমূলক পদ্বতি অনুসরণ করা ও আলোচনা করা হয় ।

 

দিনব্যাপী এ প্রশিক্ষণের সহায়ক ছিলেন ব্লাস্ট প্রধান কার্যালয়ের এ্যাডভোকেট তাজুল ইসলাম এবং এ্যাডভোকেট ওয়াহিদা বেগম ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত