আগামী ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে রোববার রাঙামাটিতে তিন ব্যাপী চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্ম গড়ে তোল-এ শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি মনছুর আহমেদ মান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল এবং আওয়ামী লীগ নেতা সজল চাকমা চম্পা। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ্ এমরান রোকন। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। তার কারণেই বিশ্বের মাঝে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আজকের এই নতুন প্রজন্মের শিশুদেরকেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জাতির পিতার আদর্শে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিশুদের ঘরে বসিয়ে রাখলে চলবেনা। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তা বিকশিত করার সুযোগ করে দিতে হবে। ভবিষ্যতে এরাই আমাদের দেশের নেতা হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.