নানিয়ারচর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান পঞ্চানন চাকমাকে অপহরণ!

Published: 14 Mar 2016   Monday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাপমারা এলাকা থেকে দূর্বৃত্তরা সাবেক ইউপি চেয়ারম্যান পঞ্চানন চাকমাকে অপহরণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। 

 

জানা যায়, নানিয়ারচর উপজেলা সদর থেকে রোববার নানিয়ারচর সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান পঞ্চানন চাকমা স্থানীয় এক  মেম্বারকে সাথে নিয়ে পাশ্ববর্তী সাপমারা এলাকায়  যান।  ওই  দিন রাত ৮টার দিকে সাপমারা এলাকা থেকে ফিরে আসার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণ করতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা। তবে কারা অপহরণ করেছে তা জানা যায়নি।

 

প্রসঙ্গত উল্লেখ্য, ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের নানিয়ারচরের চারটি ইউনিয়ন পরিষদের আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এ ব্যাপারে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব-এর সাথে যোগাযোগ করা হলে তিনি  জানান, সাংবাদিক ও লোকজনের মুখ  থেকে পঞ্চানন চাকমাকে পাওয়া যাচ্ছে না বলে  শুনেছি। কিন্তু এ ব্যাপারের পঞ্চানন চাকমার পরিবারের পক্ষ  থেকে থানায় এখনো কোন অভিযোগ করতে আসেননি। তিনি আরও জানান, পঞ্চানন চাকমার বাড়ী  একেবারে থানার পাশে অবস্থিত।

 

নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমার সাথে  যোগাযোগ করা হলে তিনি জানান, পঞ্চানন চাকমার পরিবারের পক্ষ  থেকে দাবী করা হয়েছে উপজেলার সাপমারা এলাকায় নির্বাচনী প্রচারনা  থেকে  ফেরত আসার সময়  তিনি নিখোঁজ রয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত