মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্যাঞ্চলে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের চার মাস ব্যাপী কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী সন্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ধোধন করেন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম। বক্তব্য রাখেন এ প্রকল্পের প্রকল্প পরিচালক আশীষ কুমার বড়ুয়া (উপ-সচিব), ত্রিমাত্রিক প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী মোঃ ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের মধ্যে আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রকল্পটি অন্যতম একটা প্রকল্প। রাঙামাটিস্থ আইটি ভিত্তিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ত্রিমাত্রিক, এ প্রকল্পের আওতায় ৩শ জন তরুণ তরুণীকে চার মাসব্যাপী কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণ দেয়া হবে। এ ৩শ জনের মধ্যে বাছাইকৃত ১শ জন তরুণ তরুণীকে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রকল্পের বরাদ্দ রাখা হচ্ছে ৯০ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, এ প্রকল্পটি যদি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে বরাদ্দের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। তিনি প্রশিক্ষণার্থীদেরকে এ প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ঠিকমত কাজের লাগানো জন্য পরার্মশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.