লামায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৭ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন

Published: 17 Mar 2016   Thursday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের  ৯৭ তম জন্ম  দিন ও জাতীয় শিশু দিবস বৃহস্পতিবার বান্দরবানের লামায় পালিত হয়েছে।

 

লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহ্মুদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, লামা মাহামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, লামা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইমতিয়াজ সহ প্রমুখ।

 

এর আগে  একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়কে প্রদক্ষিন করে। র‌্যালীতে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণ যোগদান করেন।

 

আলোচনা সভায় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহ্মুদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম না হলে বাঙ্গালী জাতি পৃথিবীতে পরাধীন হয়ে থাকতে হতো। শেখ মুজিবুর রহমানের জন্মের কারনে বাঙ্গালী জাতি পাকিস্তানী পরাধিনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বাঙ্গালী জাতি আজ পৃথিবীর বুকে একটি স্বাধীন দেশের নাগরিক হয়েছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। পৃথিবীতে প্রতিটি দেশে একজন জাাতির পিতা থাকে। আমাদের বাংলাদেশের জাতির পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত