জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বক্তব্যে রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সাধন মনি চাকমা, জেবুন্নেসা রহিম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব উল্ল্যা, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক রমনি কান্তি চাকমা, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ বেগম প্রমূখ।
সভার শুরুতে জাতির পিতার ৯৭তম জন্ম দিন উপলক্ষে বিশাল আকারের কেক কেটে জন্ম দিন পালন করেন অতিথিরা।
সভায় পরিষদ চেয়ারম্যান বলেন, যার যার অবস্থানে থেকে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের শিশুদের মাঝে তুলে ধরতে হবে। তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে।
তিনি আরও বলেন, দেশকে লাল সবুজের পতাকা যে নেতা উপহার দিয়েছিল সেই জাতির জাতির পিতাকে হত্যা করে পাকিস্তানি দোসররা দেশকে নের্তৃত্ব শুন্য করতে চেয়েছিল। এমনকি পাঠ্য পুস্তকেও জাতির পিতা বঙ্গবন্ধুর নাম পর্যন্ত রাখা হয়নি। পাকিস্তানি দোসররা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে দেশের মানুষের কাছে তুলে ধরে।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্ররা এখনো স্বক্রীয় রয়েছে তাদের থেকে নিজেদের ও নতুন প্রজন্মের শিশুদের সুরক্ষা রাখতে হবে আমাদের। বঙ্গবন্ধুর দেশ প্রেম, আদর্শ ও গুনাবলিগুলো এই নতুন প্রজন্মদের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কণ্যা দেশ পরিচালনার দায়িত্ব হাতে নেওয়ার পর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা খুনিদের বিচার কাজ শুরু করেছেন। তিনি দেশকে একটি উন্নয়নশীল ও সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিনত করেছেন। যা অন্য কোন সরকার করতে পারেনি। তিনি সকল ক্ষেত্রে জনগনের সুখ শান্তিতে দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গড়ার অঙ্গিকার করেছেন। জননেত্রীর সে অঙ্গীকার পুরনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
অপরদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙামাটিতে শহরে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জেলা প্রশাসক সামসুল আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জামান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটির উপ-পরিচালক রমনী কান্তি চাকমা প্রমুখ। এর আগে একটি বর্নাঢ্য র্যালী পৌর চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.