দীঘিনালায় গরীব ও দুস্থ মহিলাদের মাঝে ভেড়া বিতরণ

Published: 16 Mar 2016   Wednesday   

খাগড়াছড়ির দীঘিনালায় গরীব ও দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে। সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশীয় ভেড়ার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রানী সম্পদ বিভাগ এসব ভেড়া বিতরণ করে।

 

গেল বুধবার উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির অাসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী’র সভাপতিত্বে সভায়  আন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড, শহীদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ কাশেম, দীঘিনালা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জহুর লাল চাকমা।

 

আলোচনা সভা শেষে সভার প্রধান অতিথি উপজেলার ২০ জন গরীব ও দুস্থ মহিলার হাতে তিনটি করে ৬০ টি ভেড়া তুলে দেন।

 

 প্রধান অতিথির বক্তবব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বর্তমান সরকার দারিদ্রমুক্ত স্বনির্ভর দেশ গঠনের লক্ষ্যে সর্বক্ষেত্রে নারী পুরুষের মাঝে সমতা সৃষ্টির মাধ্যমে নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করছে। সে দৃষ্টিকোন থেকে জননেত্রী শেখ হাসিনা গ্রামীণ জনপদে বসবাসরত গরীব ও দুস্থ মহিলাদের সাবলম্বি হিসাবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বিনামূল্যে ভেড়া পালন কর্মসূচী হাতে নিয়েছেন।

 

তিনি এ ভেড়া পালন কর্মসূচী সরকারের দারিদ্রমুক্ত স্বনির্ভর দেশ গঠনের কর্মসূচীকে সফলতার দ্বারপ্রান্তে পৌছে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত