কেপিএমে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

Published: 17 Mar 2016   Thursday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার কাপ্তাইয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) ও মিল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সিবিএ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি তৌহিদ আল মাহবুব চৌধুরী। এতে অতিথি ছিলেন মিলের জিএম (প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক হাজী আবদুুল ওহাব বাবুল, আমন্ত্রিত অতিথি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈনুদ্দিন আহমেদ, সহ প্রশাসনিক কর্মকর্তা ফখরুল ইসলাম হেলাল। বক্তব্য রাখেন সিবিএ’র কার্যকরী সভাপতি হুমায়ুনুর রহমান, সিবিএ’র স্বেচ্ছাসেবক প্রধান নুর মোহাম্মদ, সিবিএ’র উপদেষ্টা বেলাল হোসেন, সমাজসেবা সম্পাদক ওসমান গণি, যুগ্ম সম্পাদক সেলিম মন্টু প্রমুখ।

 

বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সভা শেষে সিবিএ নেতৃবৃন্দ সহ অতিথিবৃন্দ কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত