রাঙামাটিতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নেতা ডা: রেনিন স্যুয়ের অন্যতম সহযোগী মং অং থান নামের আরেক আরাকান নাগরিককে আটক করেছে পুলিশ।
এদিকে,রোববার রাঙামাটির আদালতে তাকে তোলার পর পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। এতে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ পুলিশ জানান, শহরের বনরূপা এলাকার একটি রেষ্টুরেন্ট থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভিন্ন নামের দুইটি জাতীয় পরিচয় পত্রসহ আরাকান আর্মির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। আটককৃত এ আরাকান আর্মি নেতাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিহ্নিত করে পুলিশ আটক করেছে বলে তিনি জানান ।
তিনি আরও জানান, আটককৃত সন্দেহভাজন এই আরাকান আর্মির নেতার বিরুদ্ধে বিদেশী নাগরিক অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে,রোববার রাঙামাটির আদালতে তাকে তোলার পর পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। এতে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী ৪ দিনের রিমান্ড মঞ্জুর কেেছন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.