রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

Published: 20 Mar 2016   Sunday   

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের  মাসিক সভার আয়োজন করা হয়।

 

জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানরা।  

 

স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি সভায় জানান, রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে সমস্যা হচ্ছে। বর্তমানে ১৪জন ডাক্তার দিয়ে ১০০শয্যার রোগীদের সেবা প্রদান করা খুবই কষ্টসাধ্য হচ্ছে। ডাক্তার প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, হাসপাতাল এলাকার ভেতর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের বরাবরে অবৈধ দখলদারদের তালিকা, ম্যাপ প্রদান করা হয়েছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, জুরাছড়িসহ বিভিন্ন উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে। 

 

সভাপতির বক্তব্যে পরিষদ  চেয়ারম্যান বলেন, জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষা জাতির মেরুদন্ড তাই এ বিষয়টিকে আমাদের বেশী গুরুত্ব দিতে হবে। তিনি পরিষদে হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের জেলার সামগ্রীক উন্নয়নের পাশাপাশি উপজেলা কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সুষ্টভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত