খাগড়াছড়িতে পিসিপি’র টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার ৬ষ্ঠ কাউন্সিল সম্পন্ন

Published: 20 Mar 2016   Sunday   

রোববার খাগড়াছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখর দপ্তর সম্পাদক সুমেধ চাকমার স্বাক্ষরিত প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সদরের কাউন্সিল অীধবেশনে সভাপতিত্ব করেন পিসিপির নেতা দেবেশ চাকমা। জুয়েল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিসিপির জেলা কমিটি’র সাংগঠনিক সম্পাদক তপন চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি সোনায়ন চাকমা, জেলা সদস্য জেসীম চাকমা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সদস্য প্রতিপন চাকমা।

 

প্রথম অধিবেশনের শুরুতে নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পুরাতন কমিটির বিলুপ্তি ও নতুন কমিটি ঘোষণা করেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি দেবেশ চাকমা।

 

পরে জুয়েল চাকমাকে সভাপতি, প্রতিপন চাকমাকে সাধারণ সম্পাদক, ক্লিনটন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কার্যকরী ১৭সদস্যসহ ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান তপন চাকমা।

 

দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রতিপন চাকমা। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রতনস্মৃতি চাকমা ও বিদায়ী কমিটির সভাপতি দেবেশ চাকমা।

 

সোনায়ন চাকমা বলেন,সমাজ ও জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা থাকতে হবে। কেবল পাঠ্যপুস্তকে সীমিত সিলেবাসে সীমাবদ্ধ না থেকে জুম্ম জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে যোগদান করতে।  তিনি যথাযথ শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে সামিল হওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

 

রতনস্মৃতি চাকমা বলেন, ছাত্রসমাজের মনে নতুন দিগন্তের আশার সঞ্চার করতে পাহাড়ি ছাত্র পরিষদ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। কোন মানবতাবিরোধী শক্তি আমাদের অস্তিত্ব ধ্বংস করতে পারবে না। শাসকশ্রেণীর অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। তিনি ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সভ্যতা, ইতিহাস রক্ষার জন্য ছাত্রসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত