কেপিএমে নিরাপত্তা কর্মকর্তা সংবর্ধিত

Published: 19 Mar 2016   Saturday   

কেপিএম নিরাপত্তা ও ফায়ার শাখার সহ ব্যবস্থাপক সাহাবুদ্দিন আজাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়।

 

কেপিএম নিরাপত্তা শাখার কর্মজীবিদের উদ্যোগে চিত্তবিনোদন কেন্দ্রে  আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহ নিরাপত্তা কর্মকর্তা বাদশা আলম। প্রধান অতিথি ছিলেন মিলের জিএম (প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহ-প্রশাসনিক কর্মকর্তা চিংসুই মারমা, সহ ব্যবস্থাপক (সংগ্রহ) প্রভাত কুসুম বড়ুয়া, সিবিএ সভাপতি তৌহিদ আল মাহবুব চৌধুরী।

 

বক্তব্য রাখেন, সহ শ্রম কর্মকর্তা আমানুল্লাহ খান, ফিনিশিং শাখার সহ কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, আনসার পিসি সমর জিৎ বড়–য়া, নিরাপত্তা অফিস সহকারী হাবিবুল্লাহ প্রমুখ।

 

বক্তারা বিদায়ী কর্মকর্তার দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় এক আবেগময় পরিস্থিতির সৃষ্টি হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত