আঞ্চলিক সংগঠনগুলোর বেপোয়ারা চাঁদাবাজি বন্ধ ও চিহিৃত চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে খাগড়াছড়ি পৌর এলাকায় সোমবার অর্ধ দিবস হরতাল ডেকেছে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি।
রোববার খাগড়াছড়ি পৌর মিলনায়তনে ব্যবসায়ীদের নিয়ে এক জরুরী বৈঠক থেকে সংগঠনের নেতৃবন্দ এ হরতালের ডাক দেন।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির আহবায়ক পৌর মেয়র রফিকুল আলম,সদস্য সচিব খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এসএম সফি, খাগড়াছড়ি বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মো: লিয়াকত আলী চৌধুরী,হোটেল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এস অনন্ত বিকাশ ত্রিপুরা প্রমূখ।
সভায় বক্তরা অবিলম্বে চাঁদাবাজি বন্ধ ও চিহিৃত চাঁদাবাজ সন্ত্রাসীদের আটকের দাবী জানান নেতৃবৃন্দ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.