রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে রোববার রাতে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ-সমাবেশ করেছে।
বারঘোনা চান্দিমা সিনেমা হল প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলাবাগান চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যে রাখেন জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক। জেলা আ’লীগ শ্রম সম্পাদক মোঃ হানিফ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মোক্তার,আ’লীগ নেতা মোঃ ইলিয়াছ মিয়া, কামরুল ইসলাম,আক্তার হোসেন মিলন, হুমায়ুনুর রহমান,সেলিম মন্টু, ছাত্রলীগ নেতা এ আর লিমন, প্রবণ পাল প্রমুখ।
এদিকে, একই দিন সন্ধ্যায় ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়ইছড়িতে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ইউনিয়ন আ’লীগ সভাপতি ছিদ্দিক আহমেদ, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবদুল হাই খোকন, ইউনিয়ন যুবণীগ নেতা অমল কান্তি, মাহবুব আলম, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান বাবু, বাবলু বিশ্বাস অমিত,আল আমিন, আবদুল আউয়াল রিপন, সাদ্দাম হোসেন রাসেল, তানভীর খান প্রমুখ।
বক্তরা বলেন আগামী ২৪ মার্চ পার্বত্য এলাকায় সশস্ত্র সন্ত্রাসী কর্তৃত হুমকি অপহরণ, চাঁদাবাজী, হত্যা, গুমসহ সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে জেলা আ’লীগের উদ্যোগে এক সমাবেশের ডাক দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার “ সিএইচটি জুম্ম ল্যান্ড” নামের একটি ফেইসবুক আইডি থেকে দীপংকর তালুকদারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। বক্তারা জড়িতদের অবিলম্বে আইনের আওতায় শাস্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.