আশাপূর্ন চাকমাকে সভাপতি ও দিলীপ কুমার চাকমাকে সাধারণ সম্পাদক করে জুরাছড়ি উপজেলায় সহকারী শিক্ষক সমিতি আত্ম-প্রকাশ করেছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগারে সম্প্রতি অভিষেক, নবীণ শিক্ষকদের বরণ এবং অবসরোত্তর শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সভাপতি আশাপূর্ণ চাকমা সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, রিসোর্স সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় নবীণ শিক্ষকদের বরণ ও অবসরোত্তর শিক্ষকদের বিদায় সংবর্ধনা মধ্যে দিয়ে সহকারী শিক্ষক আশাপূর্ন চাকমাকে সভাপতি, সাধারণ সম্পাদক দিলীপ কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক আনন্দ বিকাশ চাকমা, দপ্তর সম্পাদক কিরণ জিৎ চাকমা, অর্থ সম্পাদক শিশির কুমার চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক রীতা চাকমা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তপন চাকমা, প্রচার সম্পাদক শান্ত জীবন চাকমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম চাকমার নাম উল্লেখ করে ৩৩ সদস্য বিশিষ্ট্য বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি আত্ম-প্রকাশ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.