খাগড়াছড়িতে সিভিল সার্জন অফিস থেকে হ্যান্ড গ্ল্যাভস পাচারকালে আটক ১

Published: 26 Mar 2016   Saturday   

খাগড়াছড়িতে সিভিল সার্জন অফিস থেকে  ২ হাজার পিস হ্যান্ড গ্ল্যাভস অবৈধভাবে বাজারে বিক্রি হওয়া মালামালসহ  স্থানীয় লোকজন  একজনকে ধরে  পুলিশে সোর্পদ করেছে।

 

জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অসিম দত্ত শুক্রবার রাত  সাড়ে  নয়টার দিকে  খাগড়াছড়ি সাতকানিয়া স্টোরের সামনে থেকে হ্যান্ড গ্ল্যাভসগুলো নিয়ে চট্টগ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় জনতা তাকে ধরে ফেলে পুলিশে  সোর্পদ করে।

 

গ্রেফতার হওয়া অসিম দত্ত জানান, তিনি প্রায়ই সময় সিভিল সার্জন অফিসের স্টোর কিপার কাশেম এর কাছ থেকে এসব হ্যান্ড গ্ল্যাভস কিনে নিয়ে যান। এ গুলোও তার কাছ থেকে শুক্রবার ১৩ টাকা করে কিনেছেন বলে তিনি দাবী করেন।

 

এ ব্যাপারে স্টোর কিপার কাশেম বলেন তিনি অসিম দত্তকে চেনেন না। তিনি কোথায় থেকে এসব হ্যান্ড গ্ল্যাভস কিনেছেন তার  জানা নেই।

 

জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহেদুল আলম বলেন, স্টোর কিপারকে পুলিশে দেওয়ার জন্য  সিভিল সার্জনকে বলা হয়েছে।

 

 সদর থানার ওসি সামছুদ্দিন ভূইয়া বলেন স্বাস্থ্য বিভাগের মালমালসহ জনতা ধরে  পুলিশে খবর দেয়। এ ব্যাপারে আটককৃতর বিরুদ্ধে মামলা হয়েছে।

 

সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার  হ্যান্ড গ্ল্যাভসসহ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ অবৈধকাজে তার কোন স্টাফ জড়িত থাকলে পুলিশকে আটক করার জন্য বলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত