অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়ে প্রশাসনকে কঠোরভাবে উদ্যোগ নিতে হবে প্রশাসনকে

Published: 27 Mar 2016   Sunday   

অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়ে প্রশাসনকে কঠোরভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি বলেন, অবৈধ দখলবাজদের কারণে রাঙামাটি পর্যটনখ্যাত শহর দিন দিন ক্রমশই ছোট হয়ে আসছে। দখলবাজদের দখল পক্রিয়া চলাকালীন সময়ে প্রশাসনকে অবহিত করারও পরামর্শ দেন তিনি।

 

তিনি আরও বলেন, সকলের সমন্বয় ও সহযোগিতা থাকলে এ জেলা একদিন দেশের একটি মডেল জেলা হিসেবে পরিচিতি লাভ করবে। এ জন্য সভায় উপস্থিত থেকে জেলার উন্নয়নে নিজ নিজ সুচিন্তিত মতামত প্রদানের জন্য আহ্বান জানান তিনি।

 

রোববার জেলা পরিষদ সম্মেলন কক্ষে মার্চ মাসের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার ফেরদৌসী বেগম, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।  

 

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মকর্তা সভায় জানান,জেলার বাঘাইছড়ি উপজেলায়  দ্রুত ফায়ার স্টেশন বসানোর কাজ করা হবে।

 

জেলা খাদ্য কর্মকর্তা জনান, ওএমএস কার্যক্রমের অংশ হিসেবে জনসাধারনের মাঝে  খোলা বাজারে ১৫টাকায় চাল বিক্রী হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত