রাঙামাটিতে ৬১ পরিবারকে উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ

Published: 28 Mar 2016   Monday   
no

no

রাঙামাটি শহরের কলেজ গেইট ও ভেদভেদী এলাকায় অবৈধ জায়গা দখলকারী ৬১ পরিবারকে উচ্ছেদ করেছে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ। 

 

সোমবার সকালে নির্বাহী মেজিষ্ট্রেট আব্দুল মান্নানের নেতৃত্বে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের বেদখলকৃত ১৫ একক জায়গা উদ্ধারে এই অভিযান চালানো হয়।


ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, তাদের উচ্ছেদের পূর্বে কোন ধরনের নোটিশ দেওয়া হয়নি। আকষ্মিক এই অভিযানে পরিবারগুলো খোলা আকাশের নীচে স্থান হয়েছে।


সড়ক জনপথ কর্তৃপক্ষ জানায়, ২৭ মার্চ থেকে সারা দেশে অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত