রাঙামাটিতে চাঁদা না দেয়ায় যুবলীগ নেতার ওপর হামলার অভিযোগ

Published: 29 Mar 2016   Tuesday   
no

no

রাঙামাটিতে সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেয়ায় লিটন বড়ুয়া নামে এক যুবলীগ নেতার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রোববার রাতে শহরে বিটিভি কেন্দ্র ভবন এলাকায় ঘটনাটি ঘটে।

 

সোমবার দুপুরে রিজার্ভবাজারের দৈনিক গিরিদর্পণ পত্রিকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিটন বড়ুয়ার স্ত্রী প্রেমা বড়ুয়া এ অভিযোগ করেন। এসময় আহত লিটন বড়ুয়ার মা টুন্টু বড়ুয়াসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়,শহরের কুখ্যাত চাঁদাবাজ রিপন লিটনের কাছে দাবি করা মোটা অংকের চাঁদা না পেয়ে দলবল নিয়ে লিটনের ওপর বর্বরোচিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা এলোপাতারি কুপিয়ে জখম করে। বর্তমানে লিটনকে গুরুতর আহত অবস্থায় রাঙামাটি হাসপাতালে ভীর্ত করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা নিরাপত্তহীনতায় ভূগছেন বলে দাবি করেছেন লিটনের পরিবার। তারা অবিলম্বে লিটনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত