আরাকান আর্মী নেতা ডা. রেনিন সো এর জামিন শুনানী ৫ এপ্রিল

Published: 30 Mar 2016   Wednesday   

রাঙামাটিতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মী  শীর্ষ নেতা ডা. রেনিন সোসহ  তার তিন সহযোগির জামিন আবেদন গ্রহণ করে আগামী ৫ এপ্রিল জামিনের শুনানীর দিন ধার্য্য করে ফের কারাগারে প্রেরণ করেছেন আদালত।

 

বুধবার সন্ত্রাস দমন আইনের দায়েরকৃত মামলায় পুলিশ রেনিন সো ও তার তিন সহযোগিকে রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতে হাজির করলে আসামী পক্ষ এ জামিন আবেদন জানায়।

 

কোর্ট পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই খালেদ জানিয়েছেন, রাজস্থলী থানায় দায়েরকৃত জিআর মামলায় বুধবার বেলা এগারোটার সময় গ্রেফতারকৃত আরাকান আর্মী নেতা ড. রেনিন সো ও তার তিন সহযোগিকে আদালতে আনা হয়।  রাঙামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার এর আদালত আসামী পক্ষের জামিন আবেদনটি গ্রহণ করে আগামী ৫ই এপ্রিল শুনানীর দিন ধার্য্য করে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

 

 উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ আগষ্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাস বহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মী সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং এক দিন পর বাড়ীর ঐ বাড়ীর কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে আটক করে যৌথ বাহিনী। ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয় আরাকান আর্মি নেতা ডা. রেনিন সুয়েকে। আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে, মূদ্রা পাচার ও বিদেশী নাগরিক সম্পর্কিত আইন মোট তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত