বিলাইছড়িতে সাপের কামড়ে যুবকের মৃত্যুঃআগুনে পুড়ে বাড়ি ছাই

Published: 30 Mar 2016   Wednesday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বাঙ্গালকাটা এলাকায় সাপের কামড়ে মিলন কান্তি চাকমা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তারবাড়িও আগুনে পুড়ে ছাই হয়েছে।

 

স্থানীয়রা জানান, ২৫ মার্চ পাহাড়ে কাঠ কাটতে গেলে ওই যুবককে বিষাক্ত সাপে কামড় দেয়। পরে ৩/৪ দিন বাড়িতে থাকার পর তাকে বিলাই ছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে ১দিন চিকিৎসা গ্রহণের পর  মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুর পর ওই যুবকের লাশ বাড়িতে নেওয়া হলে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কুপি বাতির আগুন লেগে বাড়ি সম্পূর্ণ আগুনে পুড়ে ভস্মিভ’ত। তখন রাতে স্থানীয় লোকজন লাশ ঘর থেকে বের করলেও বাড়ির  মালামাল বের করতে না পারায় সব আগুনে পুড়ে ছাই হয়। হতভাগ্য যুবকের স্ত্রী ও ৫ বছর বয়সী ১ ছেলে সন্তান রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত