পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের পর রাঙামাটির ৪৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন দেয়ার দাবী

Published: 31 Mar 2016   Thursday   

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু নিরাপত্তা বাহিনী, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পাহাড়ে চিরুনী অভিযান শুরু করে অবৈধ অস্ত্র উদ্ধারের পর রাঙামাটির ৪৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন দেয়ার দাবী জানিয়েছেন।

 

তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার না করে ইউনিয়ন পরিষদের নির্বাচন কোন ভাবেই সম্ভব নয়। তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে দাবীতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন।

 

বৃহস্পতিবার রাঙামাটিতে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে  আয়োজতি সংবাদ সন্মেলনে  ফিরোজা বেগম চিনু এমপি এসব কথা বলেন।

 

সংবাদ সন্মলেনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর, সংগঠনের জেলা প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, বরকল উপজেলার সাবেক চেয়ারম্যান সন্তোষ চাকমা, অটোরিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমানসহ আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে রাঙামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদরকে ধন্যবাদ জনিয়ে ফিরোজা বেগম এমপি বলেন, দীর্ঘদিন পর হলেও ঊষাতন তালুকদারএমপি সাংবাদিকদের পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করেছেন। সে জন্য তাকে ধন্যবাদ।

 

তিনি  আরো বলেন, তারাও যদি পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমাদের মতো মাঠে নামে তাহলে পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা খুবই সহজ হবে। তিনি বলেন, পাহাড়ের মানুষ শান্তিতে নেই। পার্বত্য অঞ্চলে পাহাড়ী জনগোষ্ঠী ত্রিমুখী চাপে পড়ে পিষ্ট হচ্ছে। তাদেরকে এই অবৈধ অস্ত্রের কবল থেকে উদ্ধার করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

তিনি রাঙামাটি পার্বত্য জেলায় ৪৯টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত