চিকিৎসা সেবায় ডাঃ মং স্টিফেন চৌধুরীর অবদান অনস্বীকার্য

Published: 03 Apr 2016   Sunday   

চিকিৎসা সেবায় ডাঃ মং স্টিফেন চৌধুরীর অবদান অনস্বীকার্য। তার আন্তরিকতার কারণেই কাপ্তাই, রাঙ্গুনীয়াসহ তিন পার্বত্য জেলার অসহায়, গরীব ও দুঃখী মানুষ বিনা খরচে চিকিৎসা সেবা পেয়েছে।

 

শনিবার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপতালের প্রয়াত ডাঃ মং স্টিফেন চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির সাংসদ উষাতন তালুকদার এ কথা বলেন।

 

বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের  উদ্যেগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি বাপ্পী সমদ্দার। বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মার্মা, বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সাধারণ সম্পাদক অসীম বাড়ৈ, চন্দ্রঘোনা চার্চ এর সাধারণ সম্পাদক অংথুই খেয়াং, বিশিষ্ট সমাজ সেবক ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদুল হক, চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, সমাজ সেবক মোতালেব চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, সাবেক জেলা পরিষদ সদস্য রুবায়েত আক্তার আহাম্মেদ, মিশন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ রণজিত কুমার চাকমা, আলোক বোস, জগদীশ কর্মকার প্রমুখ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত