রাঙামাটিতে মাঠ দিবস উপলক্ষে আলোচনাসভা

Published: 03 Apr 2016   Sunday   

রোববার রাঙামাটির শুকুরছড়ি ব্লকের কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে এলাকায় মাঠ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলায় স্ট্রবেরি চাষ সম্প্রসারণ পাইলট প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগ ও হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবন কুমার চাকমা, অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) তপন কুমার পাল, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার প্রসেনজিৎ মিস্ত্রী, সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন শুকুর ছড়ি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা শান্তিময় চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও মুকুল কান্তি দেওয়ান ও কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মোঃ জসিম উদ্দীন। পরে অতিথিরা শুকুরছড়ি ব্লকের স্ট্রবেরি চাষের বিভিন্ন প্লট ঘুরে দেখেন। অনুষ্ঠানে জেলার প্রায় ১শত ৫০জন কৃষক কৃষানী ও প্রশিক্ষানাথী উপস্থিত ছিলেন।

 

আলোচনাসভায় বক্তরা বলেন, পাহাড়ে দেশী ফলের পাশাপাশি বিদেশী ফলেরও উৎপাদন ভালো হচ্ছে এবং এসব ফলের চাহিদাও বেশী। তাই কৃষি অধিদপ্তর হতে কৃষকদের দেশী ফলের ন্যয় বিদেশী ফলও চাষ করতে আগ্রহী করাতে হবে।

 

বক্তরা  আরো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকার কৃষির উন্নয়নে কৃষি লোন, স্বল্প মূল্যে সার প্রদান, বিনামূল্যে চারা বিতরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছে। সরকারের এসব সুবিধাগুলোকে কাজে লাগিয়ে কৃষকদের স্বাবলম্বী হতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত