লামায় স্কুল শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্চিত

Published: 07 Apr 2016   Thursday   

লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মরিয়ম বেগমকে(৪০)শারীরিক ভাবে লাঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে লামা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। বুধবার সন্ধায় নিজ বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

 

অবিযোগে জানা গেছে, স্কুল শিক্ষিকার স্বামী তারেক আহম্মদ(৪৪)কে তুচ্ছ ঘটনার জের ধরে  ইব্রাহীম লিডার পাড়ার মোঃ মঞ্জুর ও তার সঙ্গীরা মারধর করে। স্কুল শিক্ষিকা মরিয়ম বেগম তার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে মঞ্জুরসহ তার  সঙ্গীরা স্কুল শিক্ষিকাকে শারীরিকভাবে বেদড়ক মারধর করে বিবস্ত্র করে ফেলে। মায়ের সাথে থাকা মেয়ে আলিয়ানকেও মারধর করে আহত করে। স্কুল শিক্ষিকা মরিয়ম বেগম বর্তমানে লামা হাসপাতালে চিকিৎসধীন রয়েছেন।

 

স্কুল শিক্ষিকার স্বামী তারেক আহমেদ জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিউর রহমান স্কুল শিক্ষিকা আহত হওয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত