পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লালমা(সন্তু লারমা) পার্বত্য চট্টগ্রামে ১৪ ভাষাভাষি জুম্ম জনগোষ্ঠীদের রাজনৈতিক ও শাসনতান্দ্রিক অধিকারসহ আত্ননিয়ন্ত্রাধিকার আদায়ের লক্ষে সবাইকে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসার অাহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, একটি জনগোষ্ঠী তার সংস্কৃতি বা জীবন ধারাকে বাঁচিয়ে রাখতে চায় তাহলের সবচেয়ে তার দরকার রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অধিকার। ভাষার অধিকারে স্বাধিকার না থাকে তাহলে সেই বাচাঁ এগিয়ে যেতে পারে না,সেই ভাষা বিলুপ্তির পথে ধাবিত হয়।
শনিবার রাঙামাটিতে প্রিয়দর্শী খীসার রচিত চাকমা ভাষাতত্ব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম জ্যোতি খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙামাটি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সচিব কৃঞ্চচন্দ্র চাকমা। আলোচক ছিলেন সোনাগাজী সরকারী কলেরজের প্রভাসক বিপন চাকমা ও কবি শিশির চাকমা।
স্বাগত বক্তব্যে রাখেন চাকমা ভাষাতত্ব বইয়ের লেখক প্রিয়দর্শী খীসা। অনুষ্ঠান শুরুর আগে সন্তু লারমা ও অতিথিরা চাকমা ভাষাতত্ব বইয়ের মোড়ক উন্মোচন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.