জুরাছড়িতে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার

Published: 11 Apr 2016   Monday   

সোমবার জুরাছড়ি উপজেলায় ভোক্তা অধিকার বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা। বিশেষ অতিথি জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, মৎস্য কর্মকর্তা দীপন চাকমা, প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অশিষ কুমার ধর, সাংবাদিক সুমন্ত চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যক্ষা বাজার সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সেমিনারে মৎস্য কর্মকর্তা দীপন চাকমা অভিযোগ করেন, সরকারী নিবন্ধীত লঞ্চ মালিক কর্তৃপক্ষ অত্র উপজেলায় শুস্ক মৌসুমে রাস্তার অনুপাতে ভাড়া অতিরিক্ত আদায় করছে। অথচ উপজেলা প্রশাসন কিংবা নৌ কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলে সাধারণ মানুষ অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

 

সেমিনারে ভোক্তা অধিকার, ভোক্তার দায়িত্ব, খাদ্যে ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার, এসব ব্যবহারে স্বাস্থ্য ও আর্থিক ক্ষতি, প্রতিরোধের উপায়, ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রতিকার এবং এ বিষয়ে বাংলাদেশে বিদ্যমান আইন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত