রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

Published: 11 Apr 2016   Monday   

পাহাড়ীদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষূ-বিহু এবং বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার রাঙামাটি  পার্বত্য  জেলা পরিষদের পক্ষ  থেকে গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

জেলা পরিষদ কার্যালয়ে নগদ অর্থ বিতরণ করেন পরিষদের সদস্য সাধন মনি চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা ও অমিত চাকমা রাজু।

 

এদিকে, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকালে জেলা পরিষদের পক্ষে গরীব ও অসহায়দের মাঝে বস্ত্রগুলো বিতরণ করেন পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এ সময় বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, সহ সভাপতি সুকুমার চক্রবর্তী, সহ সভাপতি স্বপন চাকমা, প্রহর কান্তি চাকমা, বিলাইছড়ি ইউনিয়ন শাখার সভাপতি ভদ্রসেন চাকমা, মহিলা আওয়ামীলীগ ও যুবলীগ সভানেত্রী প্রতিমা মুৎসুদীসহ সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগ, কৃষক লীগ এবং মহিলা লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে পরিষদ সদস্যরা বলেন,উৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ায় মধ্যে দিয়ে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় থাকুক রাখার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত