কাপ্তাইয়ে বেতন বৈষম্য দূরীকরণের দাবীতে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

Published: 12 Apr 2016   Tuesday   

৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও সৃষ্ট চরম বেতন বৈষম্য  নিরসনের দাবীতে মঙ্গলবার কাপ্তাইয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ। বক্তব্য রাখেন সংগঠনের কাপ্তাই শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুর রশীদ, শেখ তৌহিদুল ইসলাম, বাদল চন্দ্র সন্ন্যাসী,আশীষ কুমার দত্ত, জোবায়ের রহমান,আমির হোসেন, বাপ্পী মজুমদার, শাহ আলম, সুলতান আহমেদ, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

বক্তারা বলেন, বহু কাঙ্খিত ৮ম জাতীয় এ বেতন স্কেলে অনেক যুগোপযোগী সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শ্রেণি প্রথা বিলুপ্ত, বাংলা নববর্ষ ভাতা প্রবর্তন, শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি, বেতন ভাতাদি নির্ধারণে অভিন্ন সফটওয়ার চালু নিঃসন্দেহে যুগান্তকারী। কিন্তু বর্তমান বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চরম অবমূল্যায়ন ও বেতন বৈষম্যের দিকে ঠেলে দেয়া হয়েছে। ফলে আইডিইবি এর চার লক্ষাধিক সদস্য প্রকৌশলী গভীরভাবে উদ্বিগ্ন, আশাহত ও বিক্ষুব্ধ।

 

মানববন্ধন শেষে ডিপ্লোমা প্রকৌশলীগণ সৃষ্ট বৈষম্য দূরীকরণে ৬টি দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা ইউএনও তারিকুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর প্রেরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত