ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

Published: 17 Apr 2016   Sunday   

ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে রোববার রাঙামাটিতে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তানভীর আযম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শহিদ উল্লাহ, এনডিসি নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক রমনী কান্তি চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থীবৃন্দ ও জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ,রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃরা। সভায় রাঙামাটি তথ্য অধিদপ্তরের পরিচালনায় মুজিব নগর সরকারের বিভিন্ন তথ্যবলী পাওয়ার পয়েন্ট-এর দ্বারা পরিবেশন করা হয়।

 

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন বলেন, নতুন প্রজন্ম বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির প্রকৃত ইতিহাস জানাতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। বাংলার ইতিহাস সম্পর্কে তাদেরকে সঠিক ধারনা প্রদান করতে হবে।

 

তিনি আরো বলেন, মুজিব সরকার ছিল বাংলার প্রথম সরকার, যদিও তা অঘোষিত সরকার নামে পরিচিত। যদি এই সরকার না হত তাহলে বাংলাদেশ নামের দেশটার জন্ম হতো না। তাই এই সরকারের গুরুত্ব অপরসীম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত