পানছড়িতে সাংগ্রাই উৎসবে আলোচনা সভা

Published: 19 Apr 2016   Tuesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মঙ্গলবার সাংগ্রাই উৎসব উপলক্ষে সভা, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

আচাই মহাজন পাড়াস্থ আলোচনা সভায় মংলা প্রু কার্বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংশিপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আজম, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, খাগড়াছড়ি পৌরসভার সাবেক কমিশনার মেহেদী হাসান হেলাল প্রমূখ। বক্তব্য রাখেন, সুশীল মারমা, সুইলাপ্রু মারমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুমেল মারমা।

 

আলোচনা সভা শেষে অতিথিরা ঐতিহ্যবাহী (ঘিলা, ড, সুকোই), বেইনবুনন, পাজন রান্না, পানি খেলা ও চিত্রঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত