৩ জনকে হত্যার প্রতিবাদে থানচিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

Published: 19 Apr 2016   Tuesday   

বান্দরবানের আলীকদম উপজেলার এক গরু ব্যবসায়ীসহ তিনজনকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার থানচিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

 

এদিকে হত্যার প্রতিবাদে জেলা শহরে পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

 

এক গরু ব্যবসায়ীসহ তিনজনকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার থানচিতে উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতাল চলাকালে স্থানীয় বাসিন্দা ও দূর থেকে আসা পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়েছে।

 

এদিকে মঙ্গলবার সকালে পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ ব্যানারে শহরের প্রেস ক্লাবের সামনে হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: সাহাব উদ্দিন (বড় মিয়া), সাধারন সম্পাদক নুরুল আলম, উপদেষ্টা নুরুল আলম মাঝি, সদস্য ইয়াছিন প্রমুখ।মোনববন্ধনে বক্তারা, নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। 

 

বক্তারা মঙ্গলবার রাত ১২টার মধ্যে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গ্রেফতার করা না গেলে  বুধবার বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় হরতালের হুমকি দেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, তিন ব্যবসায়ী হত্যার ঘটনায় থানচিতে ব্যবসায়ীরা হরতাল পালন করেছে। কোনো অপ্রীতিকার ঘটনা ঘটেনি।

 

উল্লেখ্য, সোমবার বান্দরবানের থানচি উপজেলার ২৯ কিলোমিটার নামক এলাকায় এক ব্যবসায়ী মো: আবু বক্কর (৪০), সাহাব উদ্দিন (৩২) ও আবছার আলী (৩৫) নামের তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ।  তাদেরকে শুক্রবার আলীকদম উপজেলা থেকে গরু বিক্রির কথা বলে থানচিতে নিয়ে এসে অপহরণ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ  রবাট ত্রিপুরা ও জীবন ত্রিপুরা, জসিম উদ্দিন ও জন ত্রিপুরা নামের চারজনকে আটক  করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত