দেশের স্বার্থে সবাইকে একযোগে উন্নয়ন করতে হবে-রাঙামাটি রিজিয়ন কমান্ডার

Published: 20 Apr 2016   Wednesday   

রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক রাঙামাটি শহরকে শান্তি ও সম্প্রীতির শহর হিসেবে গড়ে তোলার জন্য আহবান জানিয়েছেন। তিনি বলেন, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক বজায় রেখে সকলকে দেশের স্বার্থে একযোগে উন্নয়নের জন্য কাজ করতে হবে।

 

তিনি  আরও বলেন, অস্ত্র দিয়ে জোর জবর দস্তি করে সব কিছুই করা যায় না । আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করা সম্ভব।

 

তিনি সংবাদিকদের বস্তুনিষ্ঠ সত্য তথ্য ও দেশের বৃহত্তর স্বার্থকে প্রধান্য দিয়ে সংবাদ পরিবেশনের আহবান জানান।

 

বুধবার রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বিদায়ী জিটু আই মেজর তারিক মো.তসলিম,মেজর মেহেদী,মেজর ওয়াদুদ ও ক্যাপ্টেন মাহিম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা এবং রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল-হক।

 

মতবিময় সভা শেষে র‌্যাফেল ড্র-এর বিজয়ী ১২জন সংবাদ কর্মীদের মাঝে হেলমেট বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত