বৃহস্পতিবাররাঙামাটিতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে সালিশ বিষয়ে দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের অধীনে সহযোগী সংস্থার কর্মী এবং অন্যান্য দলীয় সদস্যদের সালিশ বিষয়ে এ প্রশিক্ষন দেয়া হয়। ব্লাষ্ট রাঙামাটি ইউনিট এর আয়োজনে স্থানীয় একটি হোটেলের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতীপ রায় পাম্পু. ব্লাস্ট রাঙামাটি ইউনিটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত, ব্লাস্ট প্রধান কার্যালয়ের সালিশ সেলের পরিচালক তাপসী রাবেয়া, ব্লাস্ট-এর সমন্বয়কারী এ্যাড.শিপ্রা গোস্বামী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান ও ট্রেনিং সেল প্রধান কার্যালয়ের মো: মনসুর আলী।
সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা দায়রা জজ আদালতের পিপি এ্যাড, রফিকুল ইসলাম। এসময় ব্লাষ্টের প্রধান কার্যালয়ের মনিটরিং সেলের সিনিয়র এমআইএস অফিসার মো: রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী কর্মশালায় পার্টনার এনজিওর প্রতিনিধি ছাড়াও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে বিশ জনেরও অধিক হেডম্যান এবং কার্বারী এ প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মশালায়, অধিকার, মানবাধিকার ও বাংলাদেশ সংবিধান বাংলাদেশের বিচার ব্যবস্থা: বিবর্তনের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি ,বিচার ব্যবস্থার প্রকারভেদ ও তুলনামূলক আলোচনা,দ্বন্দ্ব বা বিরোধ বিশ্লেষণ ও নিষ্পত্তি ব্যবস্থাপনা,বিকল্প বিরোধ নিষ্পত্তি, সালি, সালিশ কি গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সালিশের আইনী ভিত্তিক,সালিরে প্রক্রিয়া ও পদ্ধতি, প্রচলিত আইনে সালিশ, সালিশে আগত ব্যাক্তির সাক্ষাতকার গ্রহণ ও কাউন্সিলিং, সালিসের ফলাফল, ফলোআপ ও ডকুমেন্টেশন রোল প্লে (কমিউনিটি সালিশ) রোল প্লে (প্রাতিষ্ঠানিক সালিশ) বিষয়ে ধারণা দেওয়া হয়।
এছাড়া বিভিন্ন ভিডিও,পাওয়ারপয়েন্ট উপস্থাপন, গ্রুপভিত্তিক বিভিন্ন কাজ এবং অংশগ্রহণমূলক পদ্বতি অনুসরণ করা ও আলোচনা করার মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.