রাঙামাটির রিজার্ভ বাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চার হোটেলে ভাংচুরঃ ৬ নারী আটক

Published: 22 Apr 2016   Friday   

রাঙামাটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শুক্রবার বেশ কয়েকটি আবাসিক হোটেলে ব্যাপক ভাংচুর চালিয়েছে উত্তেজিত জনতা। হামলায় ২ নারী আহত হয়েছে। এ সময় দুটি আবাসিক হোটেল থেকে ৬ নারীকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার দুপুরের নামাজ শেষে রিজার্ভবাজার জামে মসজিদের কাছাকাছি হিলসিটি, স্টার, লেকসিটি, ফারুক, আল-হেলাল ও প্রবাসী নামে ছয়টি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একের পর এক ভাংচুর ও হামলা চালায় এলাকার উত্তেজিত লোকজন। এতে ওইসব হোটেলে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ভাংচুরকারীদের অভিযোগ ওইসব হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এতে মসজিদের পবিত্রতা বিনষ্ট হচ্ছে। হামলার সময় হোটেলে অবস্থানরত দুই তরুণীকে বেধড়ক পেটানো হলে তারা আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে উপস্থিত হয় পুলিশ। এ সময় হামলাকারীদের ধাওয়া করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

 

অন্যদিকে কোনো রকম অভিযোগ ছাড়াই কিছু মহলের ইন্ধনে বিনা উস্কানিতে উত্তেজনা সৃষ্টি করে তাদের হোটেলে হামলা চালানো হয় বলে দাবি করেছেন হোটেল মালিকরা। হোটেল হিলসিটির মালিক আনোয়ার হোসেন বানু কমিশনার জানান, প্রথমে মসজিদের সামনে আল-হেলাল হোটেলে বিনা উস্কানিতে হামলা চালায় এলাকার দুর্বৃত্তরা।পরে অন্য হোটেল গুলোতে ঢুকে একে একে এ্যালোপাতারি হামলা, ভাংচুর ও মারধর করা হয়।

 

অথচ কারও বিরুদ্ধে কারও কাছে কোনো অভিযোগ করা হয়নি। এভাবে কি কেউ হামলা চালাতে পারে ? দেশে তো আইনের শাসন আছে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কোনো হোটেলের বিরুদ্ধে অভিযোগ থাকলে তারা আইনের কাছে যেতে পারে। এ ধরনের হামলায় পর্যটকরা আর রাঙামাটি আসবেন না। এতে পর্যটনের ওপর মারাত্মক নৈতিবাচক প্রভাব পড়বে।

 

রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) লিমন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি সামাল দেয়া হয়। পুলিশের ধাওয়ায় পিছু হটে চলে যায় ভাংচুরকারীরা। ওই সময় হোটেল স্টার থেকে দুইজন এবং হোটেল আল-হেলাল থেকে চার তরুণীকে আটক করা হয়। আটককৃতরা পতিতা বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

 

উল্লেখ্য,অসামাজিক কার্যকলাপকে কেন্দ্র করে গত ১২ মার্চ হোটেল হিলসিটি থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় হোটেল ম্যানেজার সেলিম, সুমন দাশ ও আকাশ নামে তিন আসামিকে গ্রেফতার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা বর্তমানে রাঙামাটি কারাগারে জেলহাজতে।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত