সন্ত্রাস,চাদাঁবাজি ও ভূমি দখলের প্রতিবাদে রাঙামাটিতে পার্বত্য বাঙালী গণ মঞ্চের সংবাদ সন্মেলন

Published: 24 Apr 2016   Sunday   

লংগদুতে সন্ত্রাস,চাদাঁবাজি ও ভূমি দখলের প্রতিবাদে রোববার রাঙামাটিতে পার্বত্য বাঙালী গণ মঞ্চ নামের একটি নতুন সংগঠন সংবাদ সন্মেলনের আয়োজন করেছে।

 

সংবাদ সন্মেলনে নেতারা অভিযোগ করে দাবী করেছেন, লংগদু সদর উপেজলা থেকে চার কিলোমিটার দুরে দুর্গম ভাইবোন ছড়ার তিনটি মৌজায় বসবাসকারী ৪৬৩ পুনর্বাসিত বাঙালি পরিবার অস্ত্রধারী সন্ত্রাসীদের তান্ডবে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। চরম অনিরাপত্তার কারণে বর্তমানে এসব পরিবার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে।

 

সংবাদ সন্মেলনে পার্বত্য বাঙালী গণ মঞ্চ-এর নেতারা পার্বত্য চট্টগ্রামে র‌্যাবের কার্যক্রম চালু, চাদাঁবাজি, গুম ও অপহরনকারীদের গ্রেফতার করে আইনে আওতায় আনাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

 

শহরের একটি রেস্টুরেন্টে  আয়োজিত ও ৭ নম্বর লংগদু ইউনিয়নের ৪ নম্বর ভাইবোনছড়া ৪নং ওয়ার্ডের উদ্যোগে সংবাদ সন্মেলনে এ সময় পার্বত্য বাঙালী গণ মঞ্চ-এর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালী গণ মঞ্চ-এর প্রতিষ্ঠাতা মো: শওকত আকবর রানা, মো: মোস্তফা কামাল, মো: আবদুর রহিম বিশ্বাস, মো: ইউসুফ, ইউনুচ ফরাজি, আব্দুল জব্বার, মো: শামসুল হকসহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্লোমী।  সংবাদ সন্মেলন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

 

সংবাদ সন্মেলনের বলা হয়,১৯৮১ সালে তৎকালীন সরকার সমতলের বিভিন্ন স্থান থেকে এসব পরিবারকে পার্বত্য চট্টগ্রামে পূর্নবাসনের জন্য নিয়ে আসে। ১৯৮৩ সালে লংগদুর তিনটি মৌজায় ৪৬৩ বাঙালি পরিবারকে জমি বন্দোবস্তুর দলিল বুঝে দিয়ে পুনর্বাসিত করে সরকার। কিন্তু  তাদের সেই রেকর্ডীয় জায়গা অস্ত্রধারী সন্ত্রাসীরা দখল করেছে।

 

পাশাপাশি সন্ত্রাসীরা এলাকায় অস্ত্রের মুখে ব্যাপক চাঁদাবাজি চালাচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ স্থানীয় প্রশাসনের কাছে স্বারকলিপি আকারে অভিযোগ দাখিল করা হলেও এখনো পর্ষন্ত তার সুরাহা মিলেনি। তাই  আগামী ৩০ এপ্রিলের মধ্যে কোনো সুরাহা না  মিললে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুমকি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত