চাকুরী জাতীয়করণের দাবীতে রাঙামাটি পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

Published: 24 Apr 2016   Sunday   

চাকুরী জাতীয়করণের দাবীতে রোববার রাঙামাটি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছেন। 

 

রাঙামাটি পৌর কর্মচারী সংসদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে পৌর সভার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্যে রাখেন রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সভাপতি এ কে এম বশীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক সনত কান্তি বড়ুয়া, ফিরোজ আল মাহামুদ সোহেল, বিপ্লব মজুমদার, রেজাউল করিম।

 

পরে পৌর কর্মচারী সংসদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যম প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন। 

 

বক্তারা পৌর কর্মচারীদের পেনশন সুবিধাসহ সরকারী বেতন-ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত