সোমবার রাঙামাটিতে ভেড়া পালন বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ ভবনে উদ্ধোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রণিসম্পদ বিভাগের সভাপতি রেমলিয়ানা পাংখোয়া। বিশেষ অতিথি হিসেবে প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত হোসেন, সহকারী পরিচালক ডা. উত্তম কুমার দাস উপস্থিত ছিলেন।
সামাজিক ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প (কম্পোনেন্ট-বি, ২য় পর্যায়) ডি,এল,এস-ঢাকা এর আওতায় তিন পার্বত্য জেলার প্রাণি সম্পদ বিভাগের মোট ২০জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।
প্রধান অতিথির বক্ত্যবে রেমলিয়ানা পাংখোয়া বলেন, সরকার হত দরিদ্র জনগণকে আর্থিক ভাবে লাভবান করতে ভেড়া পালনের উপর জোর দিচ্ছে। মাঠ পর্যায়ে প্রাণিসম্পদের সকল কর্মকর্তা এই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ শেষে যাতে এর সুফল জনগণ পায় সেই বিষয়ে গুরুত্বারোপ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.