রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় বরকলের আওয়ামীলীগ নেতা মেনন রাখাইন নিহত

Published: 25 Apr 2016   Monday   

রাঙামাটি শহরের তবলছড়িস্থ জেল রোডস্থ সিভিল সার্জন কার্যালয় এলাকায় সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনন রাখাইন(৫৫) নিহত হয়েছেন।

 

জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনন রাখাইন তবলছড়ি থেকে সিএনজি আটোরিক্সা চালকের পাশে বসে বনরুপা এলাকায় যাচ্ছিলেন। এসময় জেল রোডস্থ সিভিল সার্জন কার্যালয় এলাকায় পৌঁছলে হঠাৎ করে সিএনজি অটোরিক্সা থেকে তিনি ছিটকে পড়ে গেলে বিপরীত থেকে আসা অপর একটি সিএনজি অটোরিক্সা তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত মেনন রাখাইন বরকল উপজেলায় স্থায়ী নিবাস হলেও তিনি শহরের আসামবস্তি এলাকায় অস্থায়ীভাবে বসবাস করেন।

 

রাঙামাটির কতোয়ালী থানার উপ-পরিদর্শক মোঃ আকবর সত্যতা স্বীকার করে জানান, পুলিশ সিএনজি অটোরিক্সা আটক দুটি করা হলেও চালক পলাতক রয়েেেছ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত