লংগদুতে বজ্রপাতে দুই জনের মৃত্যু

Published: 25 Apr 2016   Monday   

সোমবার রাঙামাটির লংগদু সদর উপজেলার ঝর্ণা টিলা ও কালাপাকুজ্জ্যা ইউনিয়নে ইসলামপুর এলাকায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন মো. শাহ জালাল (৩৫) ও সালমা আক্তার (১৪)।

 

স্থানীয় লোকজন জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লংগদু উপজেলার ঝর্ণা টিলা ও কালাপাকুজ্জা ইউনিয়নে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত হয়। এসময় ঝর্ণার টিলা এলাকার মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন শাহ জালাল। অন্যদিকে একই সময় কালাপাকুজ্জ্যা ইউনিয়নে ইসলামপুর এলাকার সালমাও গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জনে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

 

এ ঘটনার সত্যতা স্বীকার করে লংগদু থানার উপ-পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, বজ্রপাতে দু’জনে মৃত্যুর খবর শুনেছি। বর্তমানে নিহতদের মরদেহ নিহত পরিবারের স্বজনদের কাছে রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত