পানছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল

Published: 30 Apr 2016   Saturday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নিখোঁজ  মোটর সাইকেল চালক হোসেন আলীকে উদ্ধারের দাবীতে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

 

মুক্তিযোদ্ধা স্কোয়ারে সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোঃ এরশাদ আলীর। মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন। এর আগে একটি বিক্ষোভ-মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করা হয়। 

 

সমাবেশে বক্তারা বলেন, বৃহস্পতিবার বিকাল ৪টায় বাড়ি থেকে বের হওয়ার পর হোসেন আলীর সন্ধান পাওয়া যাচ্ছে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে হুসেন আলী উদ্ধার না হলে হরতাল পালনের হুমকি দেন বক্তারা।


এদিকে,পানছড়ি থানার উপ-পরিদর্শক মনোজ কান্তি কুরি জানান, এ ব্যাপারে পানছড়ি থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ তৎপর রয়েছে এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত