পুলিশের সাড়াশি অভিযানে মাদক ব্যবসায়িসহ আটক ১০

Published: 01 May 2016   Sunday   
no

no

রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে গত কয়েক দিনে অভিযান চালিয়ে মাদকসেবী, ব্যবসায়ি, নারী নির্যাতনকারী, চোরসহ নানান অপরাধে জড়িত ১০ জনকে আটক করেছে।

 

শহরে মাদকের ব্যবহার উল্লেখযোগ্যহারে বেড়ে যাওয়ায়  অপরাধীদের ধরতে পুলিশ এ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

 

জানা যায়,জানিয়েছেন, জেলায় মাদকের বিচরন রোধ করতে এবং ছোটখাটো অপরাধ নিয়ন্ত্রণে জেলা সদরসহ দশ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ বিভাগ। এরই অংশ হিসেবে গত কয়েক দিনে  রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে রাঙামাটি সদর সার্কেল এএসপি চিত্ত রঞ্জন পাল ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদের নেতৃত্বে  স্থানীয় এলাকাবাসীর সহায়তায়  অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ইয়াবা ট্যাবলেট সেবনকারি, মাদক ব্যবসায়ি ও নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আসামীসহ অন্তত ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে সোহাগ (২০), হাসপাতাল এলাকা থেকে সাইফুল ইসলাম (২৫), কে কে রায় সড়ক থেকে আমান উল্লাহ দীপু (৩০), সদর হাসপাতাল এলাকা থেকে মিন্টু (১৮), সাইফুল(২৫), ফরেষ্ট কলোনী এলাকা থেকে নাছিমা আক্তার (২০), তবলছড়ির নীচের বাজার থেকে সাগর বিশ্বাস (২০), অফিসার্স কলোনী থেকে আরিফুল ইসলাম (২৪), শান্তি নগর থেকে আব্দুর রহমান (২৭) ও ওয়াপদা কলোনী থেকে  বেলাল (৪৫)।

 

রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শহিদ উল্লাহ জানান, জেলায় মাদকের বিচরন রোধ করতে এবং ছোটখাটো অপরাধ নিয়ন্ত্রণে জেলা সদরসহ সবগুলো উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটির পুলিশ বিভাগ। এ অভিযান অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত