রাঙামাটিতে মে দিবস পালিত

Published: 01 May 2016   Sunday   

মহান মে দিবস উপলক্ষে রোববার রাঙামাটিতে র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

জাতীয় শ্রসিকলীগ জেলা শাখার উদ্যোগে আয়োজিত শহরের তবলছড়ি বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।  শ্রমিকলীগের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহম্মেদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন  জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদ  হাজী মুছা মাতব্বর।  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমীন প্রমুখ। এর আগে একটি র‌্যালী জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে তবলছড়ি বাজারে গিয়ে সমাবেশ করা হয়।

 

শ্রমিক সমাবেশে ফিরোজা বেগম চিনু বলেন, পার্বত্য চট্টগ্রামের একটি গোষ্ঠী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে শ্রমিকদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে। কাজ করতে গেলে শ্রমিকদের চাঁদা দিতে হয়। এভাবে আর চলতে দেওয়া যায়। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত