চার দিন ধরে রাঙামাটির এক গৃহবধূ’র সন্ধান মিলছে না

Published: 03 May 2016   Tuesday   
ছবি-জোহরা বেগম

ছবি-জোহরা বেগম

চার দিন ধরে রাঙামাটি শহরের তবলছড়ির পোষ্ট অফিস কলোনীর বাসিন্দা গৃহবধূ জোহরা বেগমের সন্ধান মিলছে না। তার সন্ধান না পাওয়ায় মুষড়ে পড়েছে পুরো পরিবার।  এ ব্যাপার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সাড়ে ১১টার দিকে পূর্ব পরিচিত এক নারীকে বিশ্বাস করেই বাসা থেকে বের হন তিনি।  নিখোঁজ জোহরা বেগম আহমদ সাঈদ-এর সহধর্মিনী।


পারিবারিক সূত্রে জানা যায়, গেল শনিবার সকাল সাড়ে ১১টায় পরিচিত এক আত্মীয়ার বাসায় যাওয়ার কথা বলেই বের হয়েছিলেন ৪৮ বৎসর বছর বয়সী জোহরা বেগম। তার সাথে থাকা অজ্ঞাত এক নারীকে চিনতে পারেননি পরিবারের সদস্যরাও। জোহরা বেগমের সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে ঘটনার পর থেকেই। এই ব্যাপারে কোতয়ালি থানায় একটি এ ব্যাপার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন জোহরা বেগমের পুত্র জেলা ছাত্রদল নেতা মো: হেলাল উদ্দিন। বুধবার সকালে জোহরা বেগমকে উদ্ধারের দাবী এলাকাবাসী মানববন্ধন করবে। 

 

এদিকে জোহরা বেগমের সন্থধান না পাওয়ায় মুষড়ে পড়েছে পুরো পরিবার। বাসা থেকে বের হওয়ার সময় জোহরা বেগমের গাঁয়ে কালো বোরখা এবং সাদা ওড়ান ছিল। হাতে ছিল কালো ভ্যানিটি ব্যাগ।

 

কোন সহৃদয় ব্যক্তি এলাকার মানুষের কাছে সজ্জন,সদালাপি এবং নিপাট ভদ্রমহিলা হিসেবে পরিচিত জোহরা বেগমের সন্ধান পেলে ০১৮১৮৪৩০৪৬০ নাম্বারে ফোন করে জানানোর জন্য নিখোঁজের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল রশিদ জানান, কোতয়ালী থানা পুলিশেরপক্ষ থেকে দেশের সবখানে বেতার বার্তা পাঠানো হয়েছে। ঢাকা থেকে মোবাইল কল লিস্টও আনা হয়েছে। এতে শনিবার সকবল ১১.৩৭ মিনিটের পর থেকে আর কোন কল হিস্টরি দেখাচ্ছে না এবং নাম্বারটি বন্ধ রয়েছে। তারপরও তাকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত