টংকাবতিতে বন্য হাতির ভয়ে এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছেন

Published: 03 May 2016   Tuesday   

বান্দরবানের টংকাবতি ইউনিয়ানে বন্য হাতির অব্যাহত আক্রমনে ঘটনায় জনমনে আতংক বিরাজ করায় নির্ঘুম রাত কাটাচ্ছে শত শত গ্রামবাসী।

 

এদিকে, ঘটনার পর বান্দরবান সদর থানা পুলিশ কমিউনিটি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় গ্রামবাসীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তারা গ্রামবাসীদের সতর্কভাবে চলাফেরার করা জন্য পরামর্শ প্রদান করেন। 

 

টংকাবতি ইউনিয়ানের নব নির্বাচিত চেয়ারম্যান প্রুকান ম্রো জানান রোববার গভীর রাতে বন্য হাতির একটি পাল লোকালয়ে হানা দিয়ে এলাকার জনগনের জানমালের ব্যাপক ক্ষতী করতে থাকলে স্থানীয় জনগন তাদের নিজস্ব প্রযুক্তিদিয়ে হাতির পালকে তাড়ানোর চেষ্টা করে। এ সময় ছুটাছুটির এক পর্যায়ে দক্ষিন হাঙ্গরের শফিকুর রহমান পাড়ার নুরুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম(৪০) হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। এ সময় বন্যহাতির পাল এলাকায় ব্যাপক বাড়ীঘর ভাংচুর ও ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। প্রতিরাতে হাতির ভয়ে এলাকার শত শত গ্রামবাসী তাদের বাড়ীঘর ছেড়ে অন্যত্র নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছে।


স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে দক্ষিন হাঙ্গর,কদুখোলা,কাইচতলী সহ বান্দরবান সদরে বন্যহাতির আক্রমনে বহু জানমালের ক্ষতি করছে। এ ব্যাপারে গ্রামবাসীরা বন বিভাগসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত