রাঙামাটিতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মোদাচ্ছের গ্রেফতার

Published: 04 May 2016   Wednesday   

বুধবার ভোরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে রাঙামাটির কাউখালীর রানীরহাটে গাবতল এলাকার শীর্ষ সন্ত্রাসী বখতেয়ার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোদাচ্ছেরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৫ রাউন্ড তাজা গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

 

সেনা সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকায় অস্ত্রের মজুদ করছে এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে একটি সন্ত্রাসী বাহিনী এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে রাঙামাটি রিজিয়নের ১৬ বীরের সদর জোন কমান্ডার লেপ্টেনেন্ট কর্ণেল সামস-এর নেতৃত্বে কাউখালী উপজেলাস্থ রানীর হাটের গাবতল এলাকায় অভিযান  চালানো হয়।

 

এসময়  রানীর হাট এলাকার শীর্ষ সন্ত্রাসী বখতেয়ার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোদাচ্ছেরকে  একটি বাড়ী থেকে আটক করা হয়। পরে মোদাচ্ছেরের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে অভিযান চালিয়ে আমেরিকার তৈরি দুইটি অত্যাধুনিক অস্ত্র (শটগান ও এলজি) ও তুরস্কের তৈরি একটি (শাটার গান) ও ৫৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় বাড়ীর ছাদে প্রচুর পরিমাণে বিদেশী মদের বোতল ও বিয়ারের খালি ক্যান পাওয়া যায়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

জানা যায়,আটককৃত মোদাচ্ছের রানীর হাট এলাকার শীর্ষ সন্ত্রাসী বখতেয়ার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড এবং অস্ত্র রাখার ষ্টোর কিপার হিসেবে পরিচিত বলে জানিয়েছেন এলাকাবাসী।

 

এদিকে অপর একটি সুত্র জানায়,আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জেলায় সন্ত্রাসী কর্মকান্ড বাড়ছে। গত কয়েকদিনের ব্যবধানে রাঙামাটি জেলায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন অপরাধে জড়িত অন্তত: ৪০ জনকে গ্রেফতার করেছে রাঙামাটির পুলিশ।

 

সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আটককৃত মোদাচ্ছের ও তার গডফাদার পলাতক শীর্ষ সন্ত্রাসী বখতেয়ারের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে রাঙামাটির কয়েকটি এলাকাসহ রাঙ্গুনীয়ার রানীরহাট,গাবতল, ইসলামপুর, রাজানগর, বগাবিলি এলাকায় প্রতিদিন চাঁদাবাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। সন্তাসীদের  অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় জনসাধারণ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত