খাগড়াছড়ির পানছড়িতে সাঁওতাল সমাজের আর্থ-সামাজিক অবস্থা বিশ্লেষণ শীর্ষক গবেষণা বিষয়ে বুধবার দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে পানছড়ি উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সব্বোত্তম চাকমা। প্রধান আলোচক ছিলেন আর্য্যমিত্র চাকমা, শিক্ষক বিজয় কুমার দেব, যুগান্তর চাকমা ও খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা জিতেন চাকমা ।
সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন সুষম চাকমা।সেমিনারে বিভিন্ন গ্রামের কার্বারী, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ অর্ধশত সাঁওতাল অংশ গ্রহণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.