মজুরী স্কেল বাস্তবায়নের দাবীতে কেপিএমে শ্রমিক সভা

Published: 07 May 2016   Saturday   

জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষনা ও বাস্তবায়নসহ সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের ৬ দফা বাস্তবায়নের দাবীতে শনিবার কেপিএম প্রধান ফটকে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)-এর উদ্যোগে আয়োজিত শ্রমিক সভায় সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি তৌহিদ আল মাহবুব চৌধুরী। বক্তব্য রাখেন, সিবিএ নেতা হুমায়নুর রহমান, বেলাল হোসেন, দেওয়ান মশিউর আবদুল্লাহ আবদুর রহিম, ওসমান গণি চৌধুরী, সিবিএ সাধারণ সম্পাদক হাজী আবদুল ওহাব বাবু। সভা পরিচালনা করেন, মোঃ সেলিম।

 

সমাবেশে বক্তারা বলেন, অষ্টম জাতীয় স্কেল ঘোষিত হওয়ার প্রায় ৬ মাস অতিবাহিত হলেও আজও মজুরী স্কেল ঘোষিত হয়নি। নেতৃবৃন্দ শ্রমিক এবং কর্মচারীদের পৃথক স্কেল না রেখে উভয়কে একই স্কেলের আওতায় আনার দাবী জানান। তারা আরো বলেন ২০০৯ সালে ঘোষিত জাতীয় পে-স্কেলের বিপরীতে কর্মচারীরা তখন থেকে পাহাড়ী ভাতা পেয়ে আসলেও শ্রমিকরা আজ অবধি পাহাড়ী ভাতা পাচ্ছেন না। বক্তারা বৈশম্যমূলক নীতি পরিহার করে অনতিবিলম্বে মজুরী স্কেল ঘোষনাসহ বাস্তবায়নের জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত