খাগড়াছাড়ির পানছড়ি উপজেলার শনিবার দুই শতাধিক বিএনপি’র নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।
উপজেলায় ফাতেমানগর এলাকায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহান মিয়া। ১নং লোগাং ইউপি আওয়ামীলীগের সভাপতি দীপক ভট্টাচার্য্যরে সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দে, ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও ১নং লোগাং ইউপির ৯নং ওয়ার্ডে নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ বাচ্চু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোঃ মনিরুজ্জামান, ৩নং পানছড়ি সদর ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজির হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
সভা শেষে ফাতেমানগর এলাকার বাসিন্দা যুবদলের নেতা মোঃ জয়নাল আবেদীন ও ৫নং উল্টাছড়ি ইউপির কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ১৯৫জন নেতা-কর্মী উপজেলা আওয়ামীলীগে যোগদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.