খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

Published: 07 May 2016   Saturday   

খাগড়াছড়িতে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী সংগ্রাম পরিষদ ও বাঙ্গালী ছাত্র সংগ্রাম পরিষদ।

 

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ও  পানছড়িতে মোটর সাইকেল চালককে উদ্ধারের দাবীতে এ হরতাল কর্মসূচির ডাকা হয়। 

 

শনিবার সংগঠনটির প্রেসসচিব-ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,গেল ২৮এপ্রিল জেলার পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের বাসিন্দা মোটর সাইকেল চালক মোহাম্মদ হোসেনকে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহরনের ১০ দিন অতিবাহিত হলেও প্রশাসন অপহৃত হোসেনকে উদ্ধার  করতে না পারায় গেল ২ মে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়।  কিন্ত প্রশাসন  মোহাম্মদ হোসেন উদ্ধার না হওয়ায় প্রশাসনের চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

 

প্রেস বার্তায় আরও  উল্লেখ করা হয়, মানিকছড়ির বাসিন্দা আব্দুল মতিনকে সন্ত্রাসী কর্তৃক নৃশংস হত্যাকান্ড ও বাড়ী ঘরে অগ্নিসংযোগ। তারই নাতি আল-আমিনকে অপহরণসহ ইত্যাদির সাথে জড়িতদের গ্রেপ্তার হয়নি, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙ্গালীদের সমতল ভূমিতে সরিয়ে নিতে ইউএনডিপি কর্তৃক অসাংবিধানিক প্রস্তাব, বাঙ্গালীদের ৭দফা দাবী আদায়সহ পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক অব্যাহতভাবে অপহরণ, হত্যা, গুম, ধর্ষণ, চাঁদাবাজী, সাম্প্রদায়িক দাঙ্গাসহ সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা খাগড়াছড়ি জেলায় হরতাল  আহ্বান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত